Home / সাম্প্রতিক বিষয় / পশ্চিমবঙ্গে ফণীর তাণ্ডব, উত্তাল সমুদ্র

পশ্চিমবঙ্গে ফণীর তাণ্ডব, উত্তাল সমুদ্র

পশ্চিমবঙ্গে ফণীর তাণ্ডব, উত্তাল সমুদ্র

 

ঘূর্ণিঝড় ফণীর প্রভাবে পশ্চিমবঙ্গে ৮ জেলাজুড়ে সকাল থেকেই ঝোড়ো হাওয়া বইছে। সেই সঙ্গে প্রবল বৃষ্টিপাত হচ্ছে। উত্তাল রয়েছে পূর্ব মেদিনীপুরের দীঘার সমুদ্র। সকালে পশ্চিম মেদিনীপুরে প্রচণ্ড ঝোড়ো হাওয়ায় ক্ষয়ক্ষতি হয়েছে। জলোচ্ছ্বাসে দীঘার সমুদ্র উপকূলীয় নিম্নাঞ্চল ভেসে গেছে। দুর্যোগ মোকাবিলায় প্রস্তুত আছেন জাতীয় দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা।

 

ইতিমধ্যে দীঘা থেকে পর্যটকদের সরিয়ে নেওয়া হয়েছে। আগেই প্রশাসন থেকে ঘোষণা দেওয়া হয়, আজ দুপুর সাড়ে ১২টার মধ্যে দীঘার সব হোটেল ছাড়তে হবে পর্যটকদের। রাজ্য সরকার দীঘা থেকে পর্যটকদের কলকাতায় ফিরিয়ে নিতে ২৪টি বিশেষ বাসসার্ভিস সুবিধা দিয়েছে।

 

 

আরও জানতে দেখুন>>> প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

আরও জানতে দেখুন>>> ঘূর্ণিঝড়ে যে দোয়া পড়বেন

আরও জানতে দেখুন>>> অন্ধ্রপ্রদেশে ফণীর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি উপড়ে পড়েছে গাছপালা বৈদ্যুতিক পোল

আরও জানতে দেখুন>>> প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

 

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, দুর্যোগপূর্ণ এলাকায় আগামী ৪৮ ঘণ্টায় মধ্যে কেউ যেন পা না বাড়ায়। তিনি মাটির ঘর ও বিপজ্জনক বাড়ি থেকে সবাইকে দূরে থাকার নির্দেশ দিয়েছেন। রাজ্যের সব শিক্ষাপ্রতিষ্ঠান আগামী দুদিনের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। ছুটি দেওয়া হয়েছে শিক্ষকদেরও। আগামী রোববার ভোরে ফণীর প্রভাব কেটে যাবে বলে আশা করছে কর্তৃপক্ষ।

 

সকালে পশ্চিম মেদিনীপুরে ৩০ সেকেন্ডের এক ঘূর্ণিঝড়ে বহু গাছপালা, বিদ্যুতের খুঁটি ভেঙে পড়েছে। সর্বশেষ খবরে বলা হয়েছে, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, ঝাড়গ্রাম, বাঁকুড়া, বীরভূম জেলায় ফণীর তাণ্ডব শুরু হয়েছে। চলছে ওই সব জেলাজুড়ে ঝোড়ো হাওয়া এবং প্রবল বৃষ্টিপাত। মেদিনীপুর জেলার বিভিন্ন স্থানে তিন দিনের নির্বাচনী প্রচারণার সময়সূচি বাতিল করেছেন মমতা।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *