Home / নোটিশ / ফনির কারনে বাতিল ইয়েছে নৌ-পুলিশের

ফনির কারনে বাতিল ইয়েছে নৌ-পুলিশের

ফনির কারনে বাতিল ইয়েছে নৌ-পুলিশের

 

ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতি রোধ ও নৌপথে জননিরাপত্তার স্বার্থে নৌ-পুলিশের সব কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার (২ মে) দুপুরে নৌ-পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার ফরিদা পারভিন বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ঘূর্ণিঝড় ফণীর ক্ষয়ক্ষতি রোধ ও জনগণের নিরাপত্তায় নৌ-পুলিশের সব কর্মকর্তা ও সদস্যের ছুটি বাতিল করা হয়েছে।’

 

আরও জানতে দেখুন>>> প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

আরও জানতে দেখুন>>> ঘূর্ণিঝড়ে যে দোয়া পড়বেন

আরও জানতে দেখুন>>> অন্ধ্রপ্রদেশে ফণীর আঘাতে ব্যাপক ক্ষয়ক্ষতি উপড়ে পড়েছে গাছপালা বৈদ্যুতিক পোল

আরও জানতে দেখুন>>> প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের জন্য নতুন নির্দেশনা

 

এছাড়া দুর্যোগ ব্যবস্থাপনা অধিদফতরের সব কর্মকর্তা-কর্মচারীকে ১ মে থেকে সব ছুটি বাতিল করা হয়ছে। ফলে ৩ ও ৪ মে সরকারি ছুটির দিনে খোলা থাকবে নৌপরিবহন মন্ত্রণালয় এবং এর অধীনস্ত সংশ্লিষ্ট দফতর।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, প্রবল ঘূর্ণিঝড় ‘ফণী’ শুক্রবার (৩ মে) বিকেলে ভারতের ওড়িশা উপকূল অতিক্রম করে সন্ধ্যা নাগাদ বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আঘাত হানতে পারে।

ইতিমধ্যে পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে ৭ নম্বর ও চট্টগ্রাম বন্দরকে ৬ নম্বর বিপদ সংকেত এবং কক্সবাজার সমুদ্রবন্দরকে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *