Home / সাম্প্রতিক বিষয় / প্রধানমন্ত্রীকে শিক্ষকদের অভিনন্দন

প্রধানমন্ত্রীকে শিক্ষকদের অভিনন্দন

প্রধানমন্ত্রীকে শিক্ষকদের অভিনন্দন

 

এমপিওভুক্ত শিক্ষকরা প্রথমবারের মতো এ বছর বৈশাখী ভাতা পেয়েছেন। এতে প্রধানমন্ত্রীর প্রতি অশেষ কৃতজ্ঞতা, অভিনন্দন ও প্রাণঢালা শুভেচ্ছা জানিয়েছেন বাংলাদেশ শিক্ষক সমিতি।

 

বুধবার দৈনিক বাংলাদেশ জার্নালে পাঠানো এক বিবৃতিতে শিক্ষক সংগঠনের নেতারা এ অভিনন্দন জানান। বিবৃতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি ও শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেন শিক্ষক নেতারা।

 

বাংলাদেশ শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মো. নজরুল ইসলাম রনি ও বাংলাদেশ শিক্ষক সমিতির ভারপ্রাপ্ত মহাসচিব মো. মেসবাহুল ইসলাম প্রিন্স এ যৌথ বিবৃতিতে বলেন- ২০১৬ খ্রিষ্টাব্দে প্রথম বৈশাখী ভাতা চালু হলেও বেসরকারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা বঞ্চিত ছিলেন।

 

জাতীয় প্রেসক্লাবের সামনে ২০১৮ খ্রিষ্টাব্দের জানুয়ারিতে দীর্ঘ আন্দোলন ও বিভিন্ন কর্মসূচিসহ শিক্ষকদের আমরণ অনশনের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতিশ্রুতির বাস্তবায়ন করা হলো। এখন শিক্ষক সমাজের প্রত্যাশা, আসন্ন ঈদুল ফিতরের পূর্বেই ২৫ শতাংশের পরিবর্তে সরকারি নিয়মে ঈদ বোনাস দেয়া হবে।

 

বিবৃতিতে আরও স্বাক্ষর করেন- বাংলাদেশ শিক্ষক সমিতির সিনিয়র সহ-সভাপতি গাজী মামুন আল জাকীর, অতিরিক্ত মহাসচিব কামরুল খান, সিনিয়র যুগ্ম-মহাসচিব মো. আবুল হোসেন, সাংগঠনিক সম্পাদক মো. সিরাজুল ইসলাম, সহকারী মহাসচিব মো. মঈনুল ইসলাম, সহ-সভাপতি মিজানুর রহমান, যুগ্ম-মহাসচিব অধ্যক্ষ মুস্তফা জামান রানা, সহ-সভাপতি ড.ফারহানা খানম, লিয়াঁজো ফোরামের উপদেষ্টা ফিরুজ মিয়া, বাংলাদেশ কলেজ শিক্ষক সমিতির সভাপতি মঞ্জুরুল আমিন শেখর প্রমুখ।

 

আরও পড়ুন >>> নুসরাতের ময়নাতদন্ত সম্পন্ন, জানা গেছে মারা যাওয়ার কারন

আরও পড়ুন >>> বেশ হয়েছে, নুসরাত মরেছে

 

বৈশাখী ভাতা দেয়ায় অপর এক বিবৃতিতে প্রধানমন্ত্রীকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন মাধ্যমিক স্কুল শিক্ষা জাতীয়করণ লিয়াজোঁ কমিটির নেতারাও।

 

বিবৃতিদাতারা হলেন- লিয়াজোঁ কমিটির আহ্বায়ক ড. ইদ্রিস আলী, সদস্য সচিব প্রদীপ কুমার সাহা, যুগ্ম-আহ্বায়ক জসিম উদ্দিন আহমেদ, নূরুল ইসলাম, শিক্ষক নেতা শেখ মোহাম্মদ, শেখ হাফিজুর রহমান, আমানুল্লাহ আমান, মুজিবর রহমান প্রমুখ।

 

বিবৃতিতে শিক্ষকরা আশা প্রকাশ করে বলেন, বাঙালি জাতি যখন হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শততম জন্মদিন পালন করবে তার পূর্বে জাতির জনকের কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা এসডিজি’র সকল লক্ষ্যমাত্রায় কাঙ্খিত সাফল্য অর্জনের জন্য দেশের দ্বাদশশ্রেণি পর্যন্ত শিক্ষাকে বাধ্যতামূলক ঘোষণা এবং জাতীয়করণ করবেন।

 

প্রধানমন্ত্রীকে আরো অভিনন্দন জানিয়েছেন, বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স এসোসিয়েশনের সভাপতি মো. হারুন অর রশিদ ও মহাসচিব জহির উদ্দিন হাওলাদার। মাদ্রাসা শিক্ষক-কর্মচারীদেরকে বৈশাখী ভাতা প্রদান করায় প্রধানমন্ত্রী, শিক্ষামন্ত্রী, উপমন্ত্রীসহ সংশ্লিষ্ট সবাইকে অভিনন্দন জানান তারা।

 

আরও পড়ুন >>> নুসরাতের ঘটনার তদন্ত যেন তনুর মতো না হয় : হাইকোর্ট

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *