Home / সাম্প্রতিক বিষয় / হাতে মেহেদী, সিঁথিতে সিঁদুর নিয়ে নববধূর বেশে সংসদে শপথ নিলেন নুসরাত

হাতে মেহেদী, সিঁথিতে সিঁদুর নিয়ে নববধূর বেশে সংসদে শপথ নিলেন নুসরাত

হাতে মেহেদী, সিঁথিতে সিঁদুর নিয়ে নববধূর বেশে সংসদে শপথ নিলেন নুসরাত

 

লোকসভায় শপথের দিন উপস্থিত থাকতে পারেননি ৷ সে সময় ডেস্টিনেশন ওয়েডিং সারতে তুরস্কের বোদরুমে উড়ে গিয়েছিলেন বসিরহাট কেন্দ্র থেকে জয়ী তৃণমূলের সাংসদ নুসরাত জাহান ৷

 

রবিবার ভোর রাতে কলকাতায় পৌঁছনোর পর মঙ্গলবার সকালে লোকসভায় শপথ গ্রহণ করলেন নুসরাত ৷ বন্ধুর বিয়েতে উপস্থিত থাকতে গিয়ে শপথের দিন উপস্থিত থাকতে পারেননি যাদবপুর লোকসভা কেন্দ্র থেকে জয়ী তৃণমূলের সাংসদ মিমি চক্রবর্তীও ৷ এদিন দু’জনেই লোকসভায় বাংলায় শপথ গ্রহণ করেন ৷

সদ্যই বিয়ে হয়েছে ৷ তাই একেবারে নববধূর সাজে লোকসভায় পৌঁছন তারকা-সাংসদ নুসরাত ৷ বেগুনি পাড় সাদা লিনেন শাড়ির আঁচল ছিল গায়ে জড়ানো ৷ হাত ভর্তি মেহেদী, চুড়ি আর সিঁথিতে ছিল চওড়া সিঁদুর ৷

 

শপথ গ্রহণের অনুষ্ঠানে উপস্থিত না থেকে বিয়ে করতে যাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় ব্যাপক ট্রোলড হতে হয় নুসরাতকে ৷ শুধু তাই নয়, যখন তাঁর কেন্দ্রের অন্তর্গত সন্দেশখালিতে অগ্নিগর্ভ পরিস্থিতি হয়েছে তখনও সেখানে উপস্থিত থাকেননি নায়িকা ৷

বরং দূরে থেকে ট্যুইট করেছিলেন তিনি ৷ সন্দেশখালি নিয়ে সাংবাদিকদের উদ্দ্যেশে তিনি বলেছিলেন, ‘‘সবকিছু হ্যান্ডেল্ড রয়েছে৷’’ এরপরেই বিতর্কের আগুনে আরও হাওয়া লাগে ৷

 

তবে কোনও বিতর্কে কর্ণপাত না করেই সপরিবারে তুরষ্কে উড়ে গিয়েছিলেন নুসরাত ৷ ১৯ জুন হিন্দু মতে তাঁদের বিয়ে হয় ৷ পরেরদিন ছিল হোয়াইট ওয়েডিং ৷

 

শহরের কোলাহল নয় ৷ কলকাতা থেকে ৫ হাজার ৯৮৯ কিলোমিটার দূরে তুরস্কের বোদরুম শহরের ‘সিক্স সেন্সেস কাপালায়াঙ্কা’য় বন্ধু তথা ফ্যাশন ব্র্যান্ডের মালিক নিখিল জৈনের সঙ্গে চার হাত এক হয়েছে নুসরাতের ৷

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন