Home / এনটিআরসিএ / প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির ফাইনাল সাজেশন পর্ব-১।| Primary Teacher suggestion 2019

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির ফাইনাল সাজেশন পর্ব-১।| Primary Teacher suggestion 2019

প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির ফাইনাল সাজেশন পর্ব-১।| Primary Teacher suggestion 2019.

আজ সাজানো হয়েছে আসন্ন প্রাইমারি শিক্ষক নিয়োগ পরিক্ষার চূড়ান্ত সাজেশন ২০১৯ বিষয় নিয়ে। আশা করি সম্পূর্ণ পোস্ট শেষ অবদি আপনাদের সঙ্গ পাবো। তাহলে কথা না বারিয়ে সামনে এগুন যাক। আগে থেকেই আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিচ্ছি যদি কোন ভুল হয়ে জাই তার জন্য। আজ একটি সিরিজ মুলক পোস্ট করতেছি যদি আপনাদের উৎসাহ পাই তাহলে ধারাবাহিক ভাবে কাজ করে জাব।

                            প্রাইমারি শিক্ষক নিয়োগ প্রস্তুতির ফাইনাল সাজেশন পর্ব-১

টিচার হওয়ার স্বপ্ন থাকলে জানতে হবে এগুলো
প্রাইমারী পরীক্ষা প্রস্তুতি : পর্ব -১
প্রাইমারি শিক্ষক নিয়োগ টিপস:
————-
১। বাংলাদেশে বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কখন থেকে চালু হয়.?
— ১ জানুয়ারি, ১৯৯৩
২। বাংলাদেশে প্রাথমিক শিক্ষা আইন জারি হয় কোন সালে.?
— ১৯৭৪ সালে।
৩। কতজন সদস্যের সমন্বয়ে আকরাম খান শিক্ষা কমিটি গঠিত হয়.?
— ১৭ জন।
৪। বাংলাদেশের প্রথম শিক্ষা কমিশন কোনটি.?
— কুদরাত- এ – খুদা শিক্ষা কমিশন।
৫। প্রাথমিক শিক্ষার বয়সসীমা–
— ৬ থেকে ১১ বছর।
৬। বর্তমানে বাংলাদেশে শিক্ষিতের হার কত.?
— ৭১%
৭। প্রাথমিক স্কুলে ৬০% বা আরো অধিক হারে মহিলা শিক্ষক নিয়োগের পক্ষে প্রধান যুক্তি কোনটি.?
— মহিলারা শিশুদের প্রতি বেশি স্নেহশীল।
৮। বাংলাদেশের প্রাথমিক স্কুলে বছরে কত ঘণ্টা পড়ানো হয়.?
— ৫৪৪ ঘন্টা।
৯। প্রাথমিক শিক্ষা (বাধ্যতামূলক) আইন কোন সালে পাস হয়.?
— ১৯৯০ সালে।
১০। আমাদের প্রাথমিক শিক্ষার প্রধান সমস্যা কোনটি.?
— ছাত্র-ছাত্রীদের ঝরে পড়া।
১১। প্রাথমিক স্তরে ধর্ম বই পড়ানো হয় কোন শ্রেণি থেকে.?
— ৩য় শ্রেণি থেকে।
১২। সর্বশেষ প্রতিষ্ঠিত মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড কোনটি…?
— ময়মনসিংহ।
১৩। এইচ এস সি ও আলিম পরীক্ষায় গ্রেডিং পদ্ধতি চালু হয় কবে থেকে.?
— ২০০৩ সালে।
১৪। এস এস সি পরীক্ষা কবে থেকে লেটার গ্রেডিং পদ্ধতিতে আনা হয়েছে.?
— ২০০১ সালে।
১৫। বাংলাদেশ ‘কারিগরি শিক্ষা বোর্ড’ চালু হয় কবে.?
— ১৯৫৪ সালে।
১৬। প্রাথমিক শিক্ষার জন্য উপবৃত্তি কার্যক্রম চালু হয় কবে.?
— ২০০২ সালে।
১৭। বর্তমান শিক্ষার কয়টি ধারা প্রচলিত আছে.?
— ৩ টি।
১৮। জাতীয় শিক্ষক প্রশিক্ষণ ইনস্টিটিউটের সংক্ষিপ্ত নাম কি.?
— NAEM
১৯। জাতীয় বিশ্ববিদ্যালয় কোথায় অবস্থিত.?
— গাজীপুর।
২০। বর্তমানে বাংলাদেশে পি টি আই (PTI) মোট কয়টি.?
— মোট ৫৮ টি। এর মধ্যে ৫৬টি সরকারি এবং ২টি বেসরকারি।

আশা করি এগুলো আপনাদের জানা থাকলে এই বারের প্রাইমারি নিয়োগ পরিক্ষায় কাজে আসবে।

আমাদের ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করুন